বগুড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

386

আকাশ স্টাফ রিপোর্টার : বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক বলেছেন, ইউনিয়ন ভিত্তিক ফুটবল খেলায় যারা অংশগ্রহণ করছে তাদের মধ্য থেকে ভালো খেলোয়র বাছাই করে জেলা পর্যায়ে তারা খেলায় অংশগ্রহণ করবে এবং আগামীতে তারাই জাতীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করতে পারবে বলে আমি আশা করছি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যুবকদেরকে খেলায় উৎসাহিত করার জন্য ইউনিয়ন ভিত্তিক ফুটবল খেলার ব্যবস্থা করেছে তা প্রশংসার দাবিদার। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। খেলার মাধ্যমে আগামীতেও যাতে বাংলাদেশের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান এর সভাপতিত্বে শনিবার সকালে বগুড়া সদরের নুনগোলা স্কুল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার, প্রভাষক কামরুল হাসান ডালিম, মাফতুন আহম্মেদ, সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রভাষক জাকিয়া পারভেজ,ডাঃ সাইদুল ইসলাম, লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল হান্নান রিপু, ইউপি সদস্য আব্দুল বাসেদ,ছাত্রলীগ নেতা আবু তাহের সোহাগ,জহরুল ইসলাম আল- হীড়া প্রমুখ।