শিবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

230

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিহার ইউনিয়ন পরিষদ অনুর্ধ-১৭ একাদশ-বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ অনুর্ধ-১৭ একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে উভয় দল কোন গোল করতে না পারায় গোল-০ ভাবে ড্র হলে ট্রাইব্রেকার এর মাধ্যমে বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ একাদশ ৪-২ গোলে বিহার ইউনিয়ন পরিষদ একাদশ কে পরাজিত করে জয়লাভ করে। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলছুম সম্পার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরুষ্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থা সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আজিজুল হক, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আক্তার, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, নির্বাচন অফিসার আনিছুর রহমান, দারিদ্র বিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন, শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, বুড়িগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক বুড়িগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল এর পুত্র রেজাউল করিম চঞ্চল, খেলা পরিচালনায় সহযোগিতা করেন শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজার রহমান, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শিবলী, উপজেলা প্রশাসনের পক্ষে সার্বিক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসার এর সিএ কাম কম্পিউটার অপারেটর আনোয়ারুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার পদ্মারানী, বুড়িগঞ্জ ইউনিয়ন সদস্য এলিয়াছ ফকির, বিহার ইউপির সদস্য বজলার রহমান, সায়েদ আলী প্রমুখ। খেলাটি পরিচালনা করেন বগুড়া ক্রীড়া সংস্থার খেলা পরিচালনা কমিটির সদস্য ফজলে রাব্বী। তাকে সহযোগিতা করেন আব্দুল হান্নান ও প্রাণ গোপাল মোহন্ত বিপ্লব। ধারাভাষ্য প্রদান করেন মোকামতলা ইউপি সদস্য বিশিষ্ট ধারাভাষ্যকার রফিকুল ইসলাম ও মোকামতলা মাদ্রাসার শিক্ষক মুছা মিয়া।