বরিশালে স্বামীর হাতে নিহত বগুড়ার যুবতীর বস্তাবন্দি লাশ উদ্ধার

481

অনলাইন ডেস্ক

বগুড়া থেকে বরিশালের গৌরনদী এসে পাষণ্ড স্বামীর হাতে নিহত গৃহবধূ নাজনিন আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় হরহর গ্রামের একটি কৃষি জমি থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ঘাতক স্বামী সাকিব জবানবন্দিতে বলেছিলেন, লাশ হরহর গ্রামের ভাড়াটিয়া বাসার সেপটিক ট্যাংকে ফেলা হয়েছে। পুলিশ সেপটিক ট্যাংক থেকে গতকার মঙ্গলবার গৃহবধুর শরীরের ত্বক, পায়ে আঙুলের নখ এবং ওড়নাসহ কিছু আলামতও উদ্ধার করেছিল। কিন্তু লাশ মিলল একদিন পর একই গ্রামের এক কৃষি জমিতে। ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং হত্যার সাথে একাধিক ব্যক্তিও জড়িত থাকতে পারেন।

জানা গেছে, বরিশালের বাবুগঞ্জ উপজেলার নতুনচর জাহাপুর গ্রামের আবদুল করিম হাওলাদারের পুত্র সাকিব হাওলাদার (২১) বগুরা সেনানিবাসে পরিচ্ছন্নতাকর্মীর চাকরি করেন। চাকরির সুবাদে বগুড়া সদর থানার সাবগ্রাম এলাকার লতিফ প্রমানিকের মেয়ে নাজনিন আক্তারের সাথে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গেলো বছরের ১ অক্টোবর বিয়ে হয় তাদের। গত ২৪ মে ঘাতক স্বামী বাড়িতে বেড়ানোর কথা বলে স্ত্রীকে নিয়ে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামে যান। সেখানে জনৈক ছালাউদ্দিন বেপারির বাড়িতে ভাড়া থাকতেন সাকিবের বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা। সেখানেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটান সাকিব। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। ২৫ মে আবার সাকিব কর্মস্থলে যোগ দেন। এদিকে নিহত গৃহবধূর পরিবার তাদের মেয়ের সন্ধান না পেয়ে বগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ডায়েরির সূত্র ধরে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ সাকিবকে সেনাবাহিনীর সহযোগিতায় গ্রেপ্তার করেন। এরপর নিহত গৃহবধূর লাশ উদ্ধারের জন্য বগুড়া থেকে গত বুধবার সকালে গৌরনদী আসেন। গৌরনদী মডেল থানার সহযোগিতায় লাশ উদ্ধারে নামে পুলিশ। ঘাতক সাকিব হত্যার কথা স্বীকার করে জানান, স্ত্রীকে গলায় দড়ি ও ওড়নার ফাঁস লাগয়ে হত্যা করে লাশটি বাড়ির সেপটিক ট্যাংকে ফেলা হয়েছে। পুলিশ সেপটিক ট্যাংক থেকে নাজমিনের ব্যবহৃত ওড়না, শরীরের কাটা ত্বক ও নখ উদ্ধার করে। এর একদিন পরই গ্রামের একটি কৃষি জমি থেকে গৃহবধূর বস্তাবন্দি বিকৃত লাশ উদ্ধার করে পুলিশ।

গৃহবধূর বিয়ের এফিডেভিড দেখে জানা গেছে, ঘাতক সাকিব প্রথম থেকেই প্রতারণার আশ্রয় নিয়েছিলেন। তিনি এফিডেভিয়ে ভুয়া ঠিকানা ব্যবহার করেছিলেন।

গৌরনদী মডেল থানার পরিদর্শক মো.আফজাল হোসেন জানান, একজন নারীর বস্তাবন্দি লাশ আমরা উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি নিহত গৃহবধূ নাজনিনের। তবে তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলেই শতভাগ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।