দুপচাঁচিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

188

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
আগামী ৫জুন থেকে ১৯জুন ২০২১ পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ মে বৃহস্পতিবার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস্ট(ইপিআই) রফিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, থানার প্রতিনিধি এসআই মোসাদ্দেকুল ইসলাম, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন প্রমুখ। সভার শুরুতেই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন কনসালটেন্ট মেডিকেল এন্ড নিউরোলজিস্ট ডাঃ আজিজুল হক। স্বাস্থ্যবিধি মেনে এ উপজেলায় ১৪৬টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১মাস বয়সী ১হাজার ৯’শ ৬০জন শিশুকে নীল রংগের একটি ক্যাপসুল ও ১২-৫৯মাস বয়সী ১৫হাজার ১’শ ৮২জন শিশুকে লাল রংগের একটি ক্যাপসুল খাওয়ানো হবে। উল্লেখ্য করোনা ভাইরাসের কারণে এ ক্যাম্পেইন দুই সপ্তাহব্যাপী চলবে।