দুপচাঁচিয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ উদ্বোধন

192

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের ব্যবস্থাপনায় দিনব্যাপী ’প্রাণিসম্পদ’ প্রদর্শনী -২০২১’উদ্বোধন হয়েছে।শনিবার ৫ই জুন দুপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এল.ডি.ডি.পি)প্রাণিসম্পদ অধিদপ্তর,মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রালয়ের সহযোগিতায় দুপচাঁচিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল চত্ত¡রে শুরু হওয়া এ প্রদর্শনী দিনব্যপী চলবে, থানা সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো.হাসনাত এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেনের পরিচালনায় এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ প্রদর্শনী-২১এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল হোসেন মহল্লদার,স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ-নাছরীন পারভীন,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আবদুল্লাহ প্রিন্স,উপজেলা ডেইরী এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রশিদ মঞ্জু,এই প্রদর্শনীতে স্টলে বিভিন্ন জাতের গরু,ছাগল,মহিষ,ভেড়া,হাঁস,মুরগী,কবুতর ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হয়।স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশুপালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি। হাঁস-মুরগীর ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন ও দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা সাফল্যের পথে।তাই প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই অঞ্চলেরে মানুষ যাতে উন্নত প্রজাতির পশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হয় এবং এর সুফল জনগনের মাঝে পৌঁেছ দেয়াই আমাদের লক্ষ্য।প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগনের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।