বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর ফাইনালে বগুড়া পৌরসভা

226

এম দুলাল বগুড়া (সদর ) প্রতিনিধিঃ ৮জুন মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনুর্ধ্ব-১৭ এর দুটি সেমিফাইনাল খেলা বগুড়া বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়াম অনুষ্ঠিত হয়েছে।

প্রথম সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করেন বগুড়া সদর উপজেলা বনাম বগুড়া পৌরসভা,
খেলার প্রথমার্ধে ১৩ মিনিটের মাথায় পৌরসভার ১৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হোসাইন বিল্লাহ একমাত্র দেওয়া গোলে পৌরসভাদল এগিয়ে যায়, গোল পরিশোধে মরিয়া সদর উপজেলার খেলোয়াড় অনেক সুযোগ পেয়ে কাজে লাগাতে না পেরে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় সদর উপজেলা কে, পৌরসভা ১-০গোলে বিজয় লাভ করে ফাইনাল এর টিকিট নিশ্চিত করেন।

দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করেন সোনাতলা উপজেলা বনাম শাজাহানপুর উপজেলা।

খেলায় সোনাতলা উপজেলা কে ২-০গোলে হারিয়ে শাজাহানপুর উপজেলা ফাইনাল খেলার টিকেট নিশ্চিত করেন খেলা পরিচালনা করেন জাহিদুর রহমান জাহিদ তাঁকে সহযোগিতা করেন আনোয়ার হোসেন নয়ন ও জুয়েল শেখ, চতুর্থ রেফারি ছিলেন জিব্রাইল বাবু।

ধারা বর্ণনায় রুবেল হোসেন,রফিকুল ইসলাম।

বিশেষ দ্রষ্টব্য আগামী ১০জুন বৃহস্পতিবার বিকেলে বগুড়া পৌরসভা বনাম শাজাহানপুর উপজেলায় মধ্যে চুড়ান্ত খেলা বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।