ধুনটে ভূমি ও গৃহহীনদের ঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক

191

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ১২০টি ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ পরিচালক-১২ এ.কে.এম মনিরুজ্জামান। আজ শনিবার এ ঘর পরিদর্শন করেন তিনি।

জানাযায়, ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে গৃহহীনদের জন্য মোট ১২০টি ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে। শিঘ্রই গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের জন্য নির্মিত এ ঘর গুলো প্রদান করবেন।

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনের সময় ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, এসময় আরো উপস্থিত ছিলেন, আলোকিত বগুড়া পত্রিকার বার্তা সম্পাদক ও ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদ, পৌর কাউন্সিলর বাবুল আকতার, আলী আজগর মান্নান, মুঞ্জিল হোসেন, ফোরহাদ হোসেন, প্রভাষক সিরাজুল হক লিটনসহ স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।