সোনাতলায় আব্দুল মান্নান একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করলেন সাহাদারা মান্নান

273

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলা বালুয়া ইউনিয়নের দাউদপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট আব্দুল মান্নান একাডেমিক ভবনের প্রথমতলা নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী প্রধান অতিথি থেকে ভবনটির নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এ উপলক্ষে ১২ জুন শনিবার সকালে ওই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় সাহাদারা মান্নান বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লটিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমিন, স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন উজ্জল, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সৈয়দ মাহবুবুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ নুরুল ইসলাম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী মুঞ্জুরুল ইসলাম, বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাফী, প্রভাষক রুহুল আমিন হিরু, অত্র স্কুলের বিএসসি শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু, যুগ্ম আহ্বায়ক শামীম রাব্বী, উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রশিদ সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর হাসান রতন, সাদারণ সম্পাদক সুজন কুমার ঘোষসহ ওই স্কুলের অভিভাবক ও এলাকার সুধীজনরা। এ ছাড়াও প্রধান অতিথি উপজেলার বালুয়া ইউনিয়নের কর্ণিপাড়া জামে মসজিদ এর নির্মাণ কাজ উদ্বোধন, একই ইউনিয়নের মহিষাবাড়ী রশিদপুর নতুন রাস্তার মাটিকাটার কাজ পরিদর্শন ও দিগদাইর ইউনিয়নের নুরপুর জামে মসজিদ চত্তরে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।