দুপচাঁচিয়া আ’লীগ নেতা সাংবাদিক সরওয়ার খানের ছেলের দাফন সম্পন্ন

189

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সিনিয়র সাংবাদিক এম, সরওয়ার খানের একমাত্র ছেলে জিয়া হায়দার খান সেতু(৪১) গত রবিবার রাত্রি সাড়ে ৯টায় মস্তিস্কে রক্তক্ষরনে(ব্রেইন স্ট্রোক) মারা গেছেন(ইন্নালিল্লাহি………..রাজিউন)। মৃত্যুকালে সে স্ত্রী, এক মেয়ে, পিতা, মাতা, ও বোন, সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল সোমবার বেলা ১১টায় দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজার নামাজ এবং দ্বিতীয় জানাজার নামাজ তার গ্রামের বাড়ি গুনাহারে দুপুর ১২টায় শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন করা হয়।জানাজায় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহসভাপতি আলহাজ্ব ফজলুল হক, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাবেক সভাপতি মিজানুর রহমান খান সেলিম, সহসভাপতি সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, জেলা ছাত্রলীগ নেতা মুকুল ইসলাম সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রেসকাবের সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।