পরকীয়ায় দ্বিতীয় বিবাহ;শ্বশুরালয়ে উঠতে না দেওয়ায় ১সন্তানের জননীর আত্নহত্যা

241

ইমরানুল হকঃ বগুড়া সদরের বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের ছোট কুমিরার বাসিন্দা রায়হান আলী কণ্যা মোছাঃ রানী বেগম (২২) এর একই জেলার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের চকঝিনাহার গ্রামের মোহাম্মাদ আলীর পুত্র রমজান আলীর সঙ্গে প্রায় ৮বছর পূর্বে বিবাহ সম্পন্ন হয়। তাদের ঘরে রেজোয়ান নামে ৫বছরের একটি পুত্র সন্তান আছে। স্থানীয় বিশ্বস্ত ও একাধিক সূত্র জানা যায়, রানী বেগম স্বামীর বাড়ীতে ঘর সংসার করা কালীন সম্প্রতি পার্শ্ববর্তী পঞ্চদাস গ্রামের মাহাবুরের পুত্র কাজল (২২) এর সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক অত্যান্ত গভীরে যাওয়ায় তারা গোপনে বিবাহ করে বলে জানা গেছে। ১৪জুন বিকেলে রানী পঞ্চদাস গ্রামে দ্বিতীয় স্বামী দাবি করে কাজলদের বাড়ীতে যায়। কিন্তু কাজলের পিতা মাহাবুর রানীকে ছেলের স্ত্রী হিসাবে মেনে না নেওয়ায় এবং শ্বশুর বাড়ীতে উঠতে না দেওয়ায় অভিমানে সেদিন সন্ধ্যায় বিষ পান করে। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। এব্যাপারে শিবগঞ্জ থানার এসআই ইমরান রানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।