নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাবে শিবগঞ্জের চাঁপাচিল গ্রামের আঃ রাজ্জাক এর পাল্টা সংবাদ সম্মেলন

361

ইমরানুল হকঃ বগুড়ার শিবগঞ্জের পিরব ইউনিয়নের চাঁপাচিল গ্রামের মৃত মোবারক আলীর পুত্র আব্দুর রাজ্জাক ২০জুন (রবিবার) বিকালে নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন ২০জুন বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত শিবগঞ্জে মিথ্যা মামলা হয়রানী থেকে রক্ষার দাবিতে সাংবাদিক সম্মেলন এর প্রেক্ষিতে পাল্টা সংবাদ সম্মেলন করেন। আব্দুর রাজ্জাক বলেন আমজাদ হোসেন সাংবাদিক সম্মেলনে তার জমি জমা যবর দখল বিষয়ে যে কথা উল্ল্যেখ করেন তা সম্পূর্ণ মিথ্যা, সঠিক নয়। প্রকৃত ঘটনা চাঁপাচিল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিগত ১৯/০২/২০২০ইং তারিখে একই গ্রামের রেজাউল কে মারধর করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। উক্ত ঘটনায় আমজাদ হোসেন সহ ১৭জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু হয়। যার ফলে আমজাদ সহ তার সন্ত্রাসবাহীনী উপরোক্ত হত্যা মামলার বাদীর আত্নীয়-স্বজন ও স্বাক্ষীদের বিভিন্ন সময় মামলা উঠানোর জন্য হুমকী ধামকী সহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে আসছিল। এর ধারা বাহিকতায় গত ১০/০৬/২০২১ইং তারিখে আব্দুল আজিজ নামের এক ইমাম ও পিরব ইউপির ১,২ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা মোছাঃ শাহেনাকে মারধর করে। শাহেনা মাথায় রক্তাক্ত যখম ও পেটে আঘাত করে ও বিবাদীরা বাড়ী ঘর ভাংচুর করে। তারা দুজনই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় ১৪/০৬/২১ইং তারিখে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। আব্দুর রাজ্জাক তার বক্তব্য আরো উল্ল্যেখ করেন যে, আমজাদ হোসেন ও তার কথিত বাহিনী কর্তৃক গ্রামের সাধারণ মানুষদের জিম্মি করে নানা রকম অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য রায়হান আলী, আলহাজ্ব আব্দুল কুদ্দুস, সিরাজুল ইসলাম।