দুপচাঁচিয়ায় সরকারী বিধি নিষেধ অমান্য করায় ৩ দোকানকে জরিমানা

215

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
সম্প্রতি করোনাভাইরা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারী বিধি নিষেধ মানাতে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছেন। আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির থানা পুলিশকে সঙ্গে নিয়ে উপজেলা সদর সহ বিভিন্ন এলাকার মার্কেট ও বাজারে এ সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন। এসময় তিনি সকলকে সরকারি নির্দেশ মেনে চলার জন্য আহবান জানান। একইদিন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মো. হাসনাত আলাদাভাবে উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি রড সিমেন্টের দোকানে ৫হাজার টাকা ও আরও দু’টি দোকানীর ৪’শ টাকা জরিমানা আদায় করেন। উভয়ই কর্মকর্তা খোলা দোকান দোকানপাট তাৎক্ষনিক বন্ধ করে দেন। সেই সাথে মার্কেট মালিক ও দোকানীদের দোকান না খোলার পরামর্শ প্রদান করেন।