বগুড়ায় নতুন স্থানে ভালো মানের সেবাদানের প্রত্যাশা নিয়ে মহানগর ক্লিনিকের যাত্রা শুরু

215

আবু সাঈদ হেলাল স্টাফ রিপোর্টার

নতুন স্থানে, নতুন উদ্যোমে ভালো ও উন্নত মানের সেবা দানের প্রত্যাশা নিয়ে আবারো যাত্রা শুরু করলো বগুড়া মহানগর ক্লিনিক এন্ড মনোয়ারা ডায়াগনোস্টিক সেন্টার। প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন উপলক্ষে শনিবার বাদ আছর শহরের শেরপুর রোডস্থ কানছগাড়ি ময়েজমিয়ার বাগান বাড়িতে প্রতিষ্ঠান কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের উত্তোরত্তর সাফল্য কামনা সহ সমগ্র বাংলাদেশ থেকে করোনা মহামারীর প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে দোয়া মোনাজাত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা। উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা বজলার রহমান বকুল, মাসুদ রানা সরকার, জাতীয় শ্রমিক লীগ-যুব কমিটি জেলা শাখার যুগ্ম সম্পাদক রায়হানুর রহমান রোহান, উত্তরা মডেল ক্লিনিকের পরিচালক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ টুডে পত্রিকার জেলা প্রতিনিধি আজাহার আলী, ভাই বোন ক্লিনিকের পরিচালক সানোয়ার হোসেন লাভলু, সাংবাদিক রনজু ইসলাম, মাকছুদুল হাসান, মহানগর ক্লিনিক এন্ড মনোয়ারা ডায়াগনোস্টিক সেন্টারের চেয়ারম্যান একেএম নাজমুল হোসেন, পরিচালক উম্মে হানি, মামুনুর রশিদ মামুন-১, আবু সাঈদ হেলাল, মামুনুর রশিদ মামুন-২, মিজানুর রহমান কনক, শাকিল আহম্মেদ, আমিনুল ইসলাম অন্তুর, আশিকুর রহমান সুজন, ম্যানেজার মেহেদী হাসান আলিমসহ প্রতিষ্ঠানের কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য উক্ত ক্লিনিকটি ইতিপুর্বে তিনমাথা রেলগেট এলাকায় প্রতিষ্ঠা লাভ করেছিল।