শিবগঞ্জে চাকরির ভূয়া নিয়োগপত্র দিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়ার প্রতারনা;গ্রেফতার-২

445

শাহজাহান আলীঃশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে চাকরির ভূয়া নিয়োগপত্র দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারনার অভিযোগে আব্দুল ওয়াহাব( ৩৫) ও জাকারিয়া (৩৩) নামের দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
৬ আগস্ট (শুক্রবার) বিকাল বগুড়া শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করে হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নে বেলঘড়িয়া গ্রামের মৃত-ফজলু হাজীর ছেলে মোঃআব্দুল ওয়াহাব(৩২)এবং আটূল গ্রামের মোঃ নওফেল আলী’র ছেলে মোঃ জাকারিয়া মন্ডল(৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ওয়াহাব ও জাকারিয়া সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন ওভূয়া নিয়োগপত্র দিয়ে এলাকার লোকদের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ভূক্তভোগী তিন জন শিবগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ সিরাজুল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, প্রতারনায় ভূক্তভোগী তিন ব্যক্তি থানার অভিযোগ দেওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়।প্রাথমিকভাবে আমরা ঘটনার সত্যতা পেয়েছি এ জন্য অভিযোগটি মামলায় রুপান্তর হবে।