বগুড়ায় করোনায় ৭ এবং উপসর্গে ৩ জনের মৃত্যু, শনাক্ত ৯৬

224

স্টাফ রিপোর্টার
বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৭ জন এবং উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এছাড়া একই সময়ে জেলায় ৪০৬টি নমুনা পরীক্ষা   করে আরও ৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ২৩ দশমিক ৬৪শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২৪জন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন সোমবার বেলা ১১টার দিকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডাঃ তুহিন জানান, করোনায় মারা যাওয়া ৭জনের মধ্যে বগুড়ার চারজন। এরা হলেন- সদরের সিকান্দার আলী(৬৫), মনোয়ার হোসেন(৮৫) ও তোজাম্মেল হক(৫০) এবং শাজাহানপুরের খোদেজা বেগম(৭০)।

এছাড়া বাকি ৩জন অন্য জেলার। নতুন ৪জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬১০জন দাঁড়ালো।

নতুন আক্রান্ত ৯৬ জনের মধ্যে সদরের ৫৯, শাজাহানপুরে ১০, শেরপুরে ৭, কাহালুতে ৫, গাবতলীতে ৪, দুপচাঁচিয়ায় ৪, নন্দীগ্রামে ৩, ধুনটে ৩ এবং শিবগঞ্জে একজন।

ডা. তুহিন আরও জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ৮০৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৪৮জন এবং ১ হাজার ২৪৭ জন চিকিৎসাধীন রয়েছেন।