সোনাতলায় বিভিন্ন কর্মসূচীর মধ‍্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

259

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস বগুড়ার সোনাতলায় নানা কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৮.৩০ মিনিটে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, কালোপতাকা উত্তোলন করেন। এছাড়াও সোনাতলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং উপজেলা পরিষদ চত্তরে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এহিয়া কামালসহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তাহের, সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুনসহ সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা কৃষকলীগের আহ্বয়ক আবু লায়েছ হোসেন নাহিদ, যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, স্বেচ্ছাসেবক লীগের আহ্বয়ক শাহনেওয়াজ তালুকদার বাবু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষ প্রমূখ।