সুন্দর মানসিকতা গড়তে নিজেকে সুন্দর রাখতে হবে:দুলু

224

আবু সাইদ হেলাল স্টাফ রিপোর্টার

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আছাদুর রহমান দুলু বলেছেন, তুমি এ পৃথিবীকে যেমন পেয়েছো তাঁর চেয়ে সুন্দর রেখে যাও। সুন্দর রেখে যেতে হলে সুন্দর মানসিকতাসম্পন্ন মানুষ হতে হবে। আর সুন্দর মানুষ হতে হলে নিজেকে সুন্দর রাখতে হবে। নিজেকে সুন্দর রাখার প্রথম শর্তই হচ্ছে চুলের সৌন্দর্য্য। আমাদের এ সমাজে চুল দেখলেই যে কোন বয়সের মানুষকে ভদ্রতার মাপ কাঠিতে মাপা যায়। ক্লাসি মেনস বারবার সপ এ বিষয়গুলোকে মাথায় রেখে রুচিশীল চুলের সৌন্দর্য্য বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, তরুনরাই পারে এ সমাজকে বদলে দিতে। প্রতিষ্ঠানের তরুন উদ্যোক্তা ভবিষ্যত প্রজন্মকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে সুনিপুন কাজের মাধ্যমেই সমাজের এক বিরাট দায়িত্ব পালন করতে পারে।
বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের কলোনী এলাকায় ক্লাসি মেনস বারবার সপ এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী জাহিদ হাসান শুভ এর সার্বিক ব্যব¯াপনায় অন্যান্যের মধ্যে উপ¯িত ছিলেন সবুজ সংঘের সভাপতি হাসানুজ্জামান রিটু, ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান খায়রুল আলম লাখিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল আলম শাওন, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতাহার হোসেন মিজু, মাশরুক আল রহমান অরিত্র, জেলা ছাত্রলীগের সদস্য শাহরিয়ার আলম অনিকসহ প্রমুখ।
শুরুতেই দোয়া ও ফিতা কেটে ক্লাসি মেনস বারবার সপ এর শুভ উদ্বোধন করা হয়।