দুপচাঁচিয়ায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত

200

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ বাংলার ১৩ ভাদ্র,(১৪২৮ বাংলা) ৩০ (আগস্ট) সোমবার দুপচাঁচিয়ায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭ তম শুভ আর্বিভাব, দ্বাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথীতে মথুরায় কংসের কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহন করেন।

এ উপলে দুপচাঁচিয়া মহাশ্মশ্বান কালীবাড়ী কেন্দ্রীয় মন্দিরে দিনব্যাপী গীতাযজ্ঞ ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।একই তারিখে বিকেলে মন্দির প্রাঙ্গনে ধর্মীয় কির্ত্তন(ধরা সতীর পালা)ও সন্ধ্যায় মন্দিরে শ্রীশ্রী কৃষ্ণ পূঁজা ও গীতা পাঠের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা শ্রীশ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালন করে।

এই অনুষ্ঠান আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুপচাঁচিয়া উপজেলা শাখা ও দুপচাঁচিয়া মহাশ্মশ্বান কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটি একত্রে শ্রীশ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালন শেষে প্রসাদ বিতরন করে।করোনা মহামারীর কারনে অন্যান্য বারের মত শোভা যাত্রা না করে স্বাস্থ্য বিধি মেনে ও মুখে মাক্স ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়।