দুপচাঁচিয়ায় প্রতারক চক্রের বিভিন্ন মোবাইল ফোন থেকে ডিবি ও পুলিশ পরিচয়ে চাঁদা দাবি

262

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় প্রতারক চক্রের একটি সংগবদ্ধ দল বেশ কিছুদিন থেকে নামে বে-নামে বিভিন্ন মোবাইল ড্রাইভাট করে কখন ডিবি,কখন র‌্যাব-১২, কখনও বা দুপচাঁচিয়া থানার পরিচয় দিয়ে থানা এলাকায় ফোন করে চাঁদার দাবী করে।শনিবার রাত সাড়ে দশটার দিকে দুপচাঁচিয়া পৌরসভার ৪ নং-ওর্য়াড কাউন্সিলর মোঃ ইউনুছ আলী মহলদার(মানিক) এর কাছে অত্র থানার এসআই জাহাঙ্গীর হোসেনের পরিচয় দিয়ে মোটা অংকের টাকা চাদাঁ দাবী করে।সে টাকা দিতে স্বীকার করলে কিছু সময় পার করে উক্ত কাউন্সিলর থানার এসআই জাহাঙ্গীর সাহেবের সংগে ফোনে কথা বলার পর ফোন নাম্বারটি তাহার নয় ।
৪নং-৪ নং-ওর্য়াড কাউন্সিলর মোঃ ইউনুছ আলী মহলদার(মানিক) থানায় এসে থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী কাছে বিষয়টি নিয়ে আলাপ ও আলোচনা করার পর এই সব প্রতারক চক্রের বিরুদ্ধে ও বিভিন্ন মোবাইল ফোনের নাম্বারগুলো ব্যাপারে প্রশাসন তাদের কে ধরার চেষ্টা করছে । দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ জানান ,এ ধরনের প্রতারক বিভিন্ন নাম্বার দিয়ে পুলিশ কর্মকর্তা,ডিবির কর্মকর্তা পরিচয় দিয়ে টাকার চাঁদা দাবী করলে সংগে সংগে নিকস্থ থানায় জানানোর জন্য সকল এলাকা বাসীকে জানিয়ে দিয়েছেন।