দুপচাঁচিয়ায় অনুমোদনহীন ঔষুধ রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে ফার্মেসীর দোকানে জরিমানা

117

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে ১০,০০০(দশ হাজার)টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার ৩০(সেপ্টেম্বর) দুপুরে দুপচাঁচিয়া হাসপাতাল গেটে রিপন ফার্মেসীর দোকানে মোয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষুধ জব্দ করেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি)-আবু সালেহ মোহাম্মদ হাসনাত।অভিযানকালে রিপন ফার্মাসীর সত্ত¡াধিকারী মোঃ দেলোয়ার হোসেনকে প্রথম বারের মত সতর্ক করে দেন,পরবর্তিত্বে যেন কোন ধরনের অনুমোদনহীন ঔষধ না থাকে।
এছাড়াও দন্ডবিধির ২৬৯ ধারা অনুসারে একটি সিএনজি চালিত অটোরিক্সার চালক কে মুখে মাক্স না দেওয়ায় ১০০(এক শত)টাকা জরিমানা অদায় করেন ভ্রাম্যমান আদালতে।
এব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান,অনুমোদনবিহীন ঔষুধগুলো নেশাজাতীয় দ্রব্য হিসাবে মাদক সেবিরা দিদারছে গ্রহন করছে। মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ঔষুধ কোন ফার্মেসীতে থাকবেনা বলে ভ্রাম্যমান আদলত পরিচালনা অব্যাহত থাকবে।