বগুড়ার ধুনটে অসহায় বৃদ্ধার জন্য সাহায্যের আবেদন

348

এম এ রাশেদ,স্টাফ রিপোর্টার: মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য! এতটুকু কী সহানুভূতি পেতে পারেনা বন্ধু! বলছি ভুমিহীন হাজেরা বেওয়ার কথা। তিনি বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের একজন সত্তোরোর্ধ সহায় সম্বলহীন বিধবা নারী। স্বামী জুব্বার আলীর মৃত্যুর পর আয় করার মত তার সংসারে কেউ নেই। এমনকি বসবাস করার মত নুন্যতম জায়গা টুকাও নেই। অন্যের ১ শতক জায়গার উপরে একটা ঘর তুলে বসবাস করে আসছিলেন তিনি। কিন্তুু পাটখড়ির বেড়া দেয়া সেই ঘরটিরও এখন বেহাল অবস্থা। বৃষ্টি এলেই টিনের চালের ফুঁটো দিয়ে গড়িয়ে পড়ে পানি। ফলে মাথা গোঁজার শেষ ঠাঁইটিও হারাতে বসেছেন তিনি। কোনমতে অর্ধাহারে-অনাহারে মানুষের কাছে সাহায্য নিয়ে চলছে তার দিন। বর্তমানে চরম দারিদ্র্যের মধ্যে মানবেতর জীবন যাপন করছেন।

অসহায় বিধবা নারীকে মাথা গোঁজার ঠাঁক করে দিতে দয়াবান মানুষের কাছে একটি নতুন ঘর নির্মাণের জন্য আকুল আবেদন করেছেন বিষ্ণপুর জাগরণ ক্লাবের কিছু সংখ্যক উদার মনা তরুণ। অসহায় মানুষটিকে যাঁরা সাহায্য করতে ইচ্ছুক তাঁরা সরাসরি হাজেরা বেওয়ার সাথে সাক্ষাত করে কিংবা ০১৭০৪৩৫৩৩৬৪ অথবা ০১৮১০৫৭৩৯৮৩ এই নাম্বারে বিকাশ করে পাশে দাঁড়াতে পারেন। কৃতজ্ঞতা প্রকাশে বিষ্ণপুর জাগরণ ক্লাবের পক্ষে মোঃ সুমন হোসেন।