শিবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

119

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

বুধবার বেলা ১২টায় শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তারকনাথ কুন্ড, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সারওয়ার জাহান, শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সাকুর, উপজেলা পরিসংখ্যান অফিসার আমিরুল ইসলাম, অফিস সহকারি আনোয়ারুল ইসলাম, মোকামতলা ইউনিয়ন পরিষদের উদ্যাক্তা ইউসুফ আলী প্রমূখ।

প্রসঙ্গত গত ৯ আগস্ট মন্ত্রিসভা বৈঠকে ৬ অক্টোবর ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করে সরকার। সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহী করার লক্ষ্য নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসডিজির একটা লক্ষ্যমাত্রা রয়েছে, ২০৩০ সালের মধ্যে আমাদের ৮০ শতাংশ জন্ম এবং মৃত্যু নিবন্ধন সম্পূর্ণ করতে হবে। জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। এটাকে আরও কার্যকরী করার জন্য দিবসটি পালনের সিদ্ধান্ত হয়েছে। যাতে সাধারণ মানুষ আরও উদ্বুদ্ধ হয়।