দুপচাঁচিয়া টাউন বারোয়ারী পূজামন্ডপে গরীব অসহায় ও দুস্তদের মাঝে বস্ত্র বিতরন করেন পুলিশ সুপার

133

নিজস্ব প্রতিবেদক,দুপচাঁচিয়া(বগুড়া)ঃ
হিন্দু(সনাতন) ধর্মের বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে দুপচাঁচিয়া টাউন বারোয়ারী পূজা মন্ডপ আয়োজিত গরীব অসহায় দুস্ত ভক্তদের মাঝে বস্ত্র বিতরন করেন বগুড়া জেলার মানবিক পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম-সেবা।
গত ১০ অক্টোবর রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় দুপচাঁচিয়া পৌরসভার এলাকায় টাউন বারোয়ারী পূজা মন্ডপ আয়োজনে থানার অফিসার ইনচার্জ হাসান আলীর সভাপতিত্বে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমিটির উপজেলা শাখার সভাপতি অসীম কুমার দাস এর সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথী বক্তব্য রাখেন বগুড়া জেলার মানবিক পুলিশ সুপার মহোদয় সুদীপ কুমার চক্র বর্ত্তী বিপিএম-সেবা বক্তব্যের শুরুতেই বলেন ধর্মীয় উৎসবের দুইটি দিক শাস্ত্রীয় ও সামাজিক-সাংস্কৃতিক উৎসব দিকটি খুব বড়।এই জন্য যে ধর্মবর্ণ-নির্বিশেষ সবার জন্য এই সময় মাতৃরুপী দেবী দুর্গা মর্ত্যে দুর্ভিক্ষ,মহামারি,দুর্যোগ মানুষের পাপমোচন করতে দুর্গতিনাশিনীর আগমন হন।
এরপর বিশেষ অতিথীর বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আঃ রশিদ,এরপর বক্তব্য দেন আদমদিঘীর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ,উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সহসভাপতি আলহাজ¦ ফজলুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব,উপজেলা আ’লীগের সভাপতি মোঃআমিনুর রহমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এমদাদুল হক এমদাদ,উপজেলা প্রেসকাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স সহ প্রমুখ।বক্তব্যর শেষে টাউন বারোয়ারী পূজা মন্দিরে দিয়রবাতি ও মোমবাতি জ¦ালিয়ে মন্দির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা এলাকার বিভিন্ন পূজা মন্ডপের সকল ভক্তবৃন্দ সহ মা বোনেরা।