নন্দীগ্রামের প্রধান শিক্ষকের দাঁত ভেঙে দিয়ে হামলা চালানোকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

150

স্টাফ রিপোর্টার
বগুড়ার নন্দীগ্রামের ভরতেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাজ্জাদুল ইসলামের দাঁত ভেঙে দিয়ে হামলা চালানোকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখা কতৃক আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম। আগামী ৭২ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করলে কঠোর কমসুচির হুমকি প্রদান করেন।
তিনি আরও বলেন, দেশের শতকরা ৯৮ ভাগ শিক্ষার দায়িত্ব পালন করেছেন বেসরকারি শিক্ষকগণ।কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় যে দেশের বিভিন্ন স্থানে বেসরকারি শিক্ষকগণ প্রায়শঃই ম্যানেজিং কমিটি বা স্থানীয় সন্ত্রাসী দ্বারা শিক্ষকরা নিগৃহিত ও হামলার শিকার হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৭ তারিখে শিক্ষক সাজ্জাদুল ইসলামকে নির্মমভাবে হামলা চালিয়ে তিনটি দাঁত ভেঙে দেয়। এঘটনায় থানায় ৯ তারিখে মামলা দায়ের করা হলেও অভিযুক্তদের গ্রেফতার করেনি। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি আব্দুল্লাহ আল মুতী,সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা কমিটির সভাপতি রেজাউল হক,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।