সান্তাহার পুলিশ ফাঁড়ির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

265

শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া আদমদীঘি উপজেলা সান্তাহার পৌরসভার ৩,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের তারাপুর সঃ প্রাঃ বিদ্যালয় প্রাঙ্গণে সান্তাহার পুলিশ ফাঁড়ির উদ্যোগে সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, কিশোর গ্যাং, সাম্প্রদায়িক উষ্কানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শনিবার বিকেল ৩ টায় বগুড়া জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফের নেতৃত্বে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলামের সভাপত্বিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, সান্তাহার পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসনে ভুট্টু, জেলা পরষিদরে সদস্য আশরাফুল ইসলাম মন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশমে, পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল কুদ্দুস, ৯নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল ইসলাম। সম্প্রীতি সমাবেশে আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ বলেন সাম্প্রদায়িক উষ্কানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্ষণ ও নারী নির্যাতন, সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, কিশোর গ্যাং ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহবান জানান।