কাহালুতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

140

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ “মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বিকেল ৩ টাায় বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে কাহালু পৌর ১নং বিট পুলিশিং এর বাবস্থাপনা এবং জেলা পুলিশের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন।
উক্ত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
১নং বিট পুলিশিং অফিসার ও কাহালু থানার সেকেন্ড অফিসার মো আবু শাহিন কাদির ্এর সঞ্চালনায় উক্ত সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু মডেল প্রেস ক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, কাহালু সিদ্দিকা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ভুপেন্দ্রনাথ পাল, উপজেলা সনাতন সংঘের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরকার, ইসলামিক ফাউন্ডেশন কাহালু ও নন্দীগ্রাম উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপার ভাইজার আলহাজ্ব মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ জালাল উদ্দিন, কাহালু পৌরসভার প্যানেল মেয়র ইউসুফ আলী, কাহালু সিদ্দিকা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ন আহম্মেদ উচ্ছাস, কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সামছুল আলম প্রমূখ।