সোনাতলায় কৃষকদের মাঝে বিনামূল‍্যে বীজ ও সার বিতরণ

226

নুরে আলম সিদ্দিকী সবুজ, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ১১শ কৃষকদের মাঝে বিনামূল‍্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ৩০ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্তরে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০২১-২০২২ মৌসুমে গম, ভূট্রা, সরিষা, সূর্য‍্যমূখী, শীতকালীন পেয়াজ, মূখ ও মসুর উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওত্তায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন ও বক্তব‍্য রাখেন বগুড়া -১ আসনের জাতীয় সংসদ সদস‍্য সাহাদারা মান্নান। উপজেলা নির্বহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম‍্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ‍্যা. মিনহাদুজ্জমান লীটন, অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আবু লায়েছ হোসেন নাহিদ প্রমূখ। এসময় প্রত‍্যেক কৃষকের মাঝে ২ কেজি ভূট‍্রার বীজ ও ৩০ কেজি সার বিতরণ করেন।