সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

440

নুরে আলম সিদ্দিকী সবুজ, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং প্রবেশ পত্র বিতরণ উপলক্ষে ৩০ নভেম্বর মঙ্গলবার বিকালে কলেজ চত্তরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের পরিচালনা কমিটির সভাপতি সাবেক সরকারী নাজির আকতার কলেজের উপাধ্যক্ষমো.রফিকুল আলম বকুল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড.মো.মিনহাদুজ্জামান লীটন,উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন,থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা,কলেজের উপাধ্যক্ষ রবিউল আউয়াল বিপ্লব পৌর কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক খান রবিউল প্রমুখ। কলেজের প্রভাষক ওমর ফারুক ও শিক্ষার্থী ফাহমিদা খানম সঞ্চলিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক-কর্মচারী,অভিভাবকবৃন্দ, তেকানী চুকাইনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মহিদুল ইসলাম খন্দকার, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ নুর আলম লিখন, মধুপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ রেজাউল করিম রেজা, সাধারন সম্পাদক আব্দুল হামিদ সহ বিদায়ী শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষার্থীরা। শেষে কলেজের ২’শ ৬২ জন পরীক্ষার্থীদের মাঝে প্রবেশ পত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়।