শিবগঞ্জের অভিরামপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

198

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অভিরামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৪ ডিসেম্বর শনিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সমাজ সেবক জহুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম।

অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক সাংবাদিক রবিউল ইসলাম রবি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন খেরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা রানি, কেশরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা খাতুন, অভিভাবক এএসআই আব্দুল মজিদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে রাখেন লাংলু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু সাঈদ, অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মাছুরা খানম, সারোয়ার হোসেন, নারগীছ আক্তার, কামরুন্নাহার, সহকারি শিক্ষক সোনিয়া পারভিন, ইজাজুল করিম, সাকাওয়াৎ হোসেন, পলাশ চন্দ্র প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও সুধীবৃন্দ শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নের লক্ষে বিস্তারিত মতামত ব্যক্ত করেন।