১নং আশেকপুর ইউনিয়নে পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

130

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরের ১নং আশেকপুর ইউনিয়নের নেট টু রাইটস এর আয়োজনে পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) বগুড়ার সহযোগিতায় ও দি সোয়ালোজ ইন ডেনমার্ক এর অর্থায়নে বুধবার রাণীরহাট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানার সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, যুব বিষয়ক কর্মকর্তা শাজাহান রেজা,শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,রাণীরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবু জাফর আলী, ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, রানীরহাট হাই স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, পারতেখুর হাই স্কুলের প্রধান শিক্ষক সন্তোজ কুমার, নিলুফা ইয়াসমিন, সাংবাদিক সাইদুজ্জামান তারা, ফটো সাংবাদিক আল-মুমিন, দুলালসহ ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি,পেশাজিবীসহ সুশীল সমাজ।