দুপচাঁচিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত

124

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাছরীন পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামনাশিস সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী শাকিউল ইসলাম, থানার এএসআই নূর তাজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন প্রমুখ।

সভা শেষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসাবে ৫টি ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ। শ্রেষ্ঠ জয়িতারা হলেন সমাজসেবায় মরিয়ম বানু, সফল জননী শ্রীমতি গায়েত্রী রানী, অর্থনৈতিক ক্ষেত্রে নূরজাহান বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে কাজ শুরু করায় শেফালী খাতুন এবং শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করায় শাপলা খাতুন।