ধুনটে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

371

স্টাফ রিপোর্টার

বড়বিলা যুব-ছাত্র “শান্তি সংঘ” কর্তৃক আয়োজিত বগুড়ার ধুনট উপজেলার ০৪ নং গোসাঁইবাড়ী ইউনিয়ন পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মাসুদুল হক বাচ্চু উপর হত্যার উদ্দেশ্য গত ২৮ নভেম্বর ২০২১ খ্রীঃ রোজঃ রবিবার ঘটে যাওয়া নারকীয় সন্ত্রাসী বাহিনীর পরিকল্পিত হামলার প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে আজ বেলা দুপুর ০২ঃ৩০ মিনিটে বড়বিলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ

মোঃ জাকির হোসেন।
সভাপতি , জাপান-বাংলাদেশ মানবাধিকার সংস্থা, শেরপুর উপজেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ মোঃ গোলাম রাব্বানী, মোঃ জাহিদুল ইসলাম, মাওঃ মোঃ লুৎফর রহমান, মাওঃ মোঃ ইসমাইল হোসেন,মোঃ জিল্লুর রহমান, মোঃ আব্দুল মজিদ, মোঃ বাবলু সরকার, মোঃ আবু সালাম, মোঃ কবির হোসেন, মোঃ রাশেদুজ্জামান সবুজ, মোঃ মামুনুর রশীদ সহ আরো অনেকে।

মানববন্ধন কর্মসূচির ও প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেনঃ মোঃ তোজাম্মেল হোসেন প্রাং

মানববন্ধন কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেনঃ
বড়বিলা যুব-ছাত্র “শান্তি সংঘ” এর অন্যতম সিনিয়র স্থায়ী সদস্য সেনা সদস্য মোঃ সৈকত সরকার।

সার্বিক সহযোগিতায় ছিলেনঃ
মোঃ কাওছার কাজী।
মোঃ বাবুল হোসেন। মোঃ ওবায়দুর রহমান। মোঃ সোহাগ মিয়।
মানববন্ধনে বক্তারা উক্ত ঘটনার তীব্র নিন্দা জানান ও ক্ষোভ প্রকাশ করেন। আইনী প্রকৃয়ার মাধ্যমে তারা উক্ত ঘটনার দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের দৃস্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ধুনট থানার গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫১০০ ভোট পেয়ে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মাসুদুল হক বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে শামছুল বারি শেখ ভোট পান ৪৬০০।