দুপচাঁচিয়ায় হানাদারমুক্ত দিবস পালিত

128

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী ও দুপচাঁচিয়া উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল মজিদ এর আহবানে ও আয়োজনে দুপচাঁচিয়া হানাদারমুক্তি দিবস আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে পালিত হয়েছে। ১৯৭১সালের ১৩ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে পাকহানাদার বাহিনী দুপচাঁচিয়া থেকে পালিয়ে যায়। এ উপলক্ষে সোমবার সকালে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক মুহাঃ আবু তাহির এর সভাপতিত্বে এবং সাবেক ব্যাংকার সাংবাদিক আজিজুল হকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য বগুড়া জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, বগুড়া জেলা ইউনিট কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরদার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিম, বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা সিপিবির সম্পাদক অধ্যক্ষ আবুল বাশার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীদুর রহমান কয়েন, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স প্রমুখ।