বগুড়ায় অপহরণকারী আটক,অল্পতে বেঁচে গেলেন কিশোর কাউছার

578

সারিয়াকান্দি(বগুড়া)প্রতিবেদকঃ- বগুড়ার সারিয়াকান্দিতে আসাদুজ্জামান আসাদ (২৬) নামে এক অপহরণকারী কে আটক করেছে স্থানীয়রা। পরে তাখে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়কুতুবপুর উত্তরপাড়া গ্রামের মোতাহার হোসেন ওরফে মকবুল সাকিদারের ছেলে। ১৮ই ডিসেম্বর ২০২১ শনিবার সকালে চন্দনবাইশা তদন্ত কেন্দ্রর ইনচার্জ দুরুল হুদা তাকে আটক করে থানায় নিয়ে আসেন। এই ঘটনায় প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, একই গ্রামের মহিদুল ইসলামের ছেলে কাউছার ইসলাম (১৩) কে গত শুক্রবার জুমার নামাজের সময় কৌশলে মাইক্রোবাস যোগে একদল অপহরণকারী অপহরণ করে গাবতলী উপজেলার পদ্মপাড়া এলাকায় নিয়ে যায় । সেখানে সন্ধার পর কিশোর কাউছার ইসলাম মাদক সেবনের সুযোগে অপহরণকারীদের কাছ থেকে সু-কৌশলে পালিয়ে আসার পরে চিৎকার করে জনসমাগম ঘটায় এবং ঘটনা খুলে বলে । পরে ঐ কিশোর তথ্যমতে অপহরণের সংগে জড়িত আসাদুজ্জামান আসাদকে স্থানীয়রা আটক করে। পরে ঐ কিশোরের পরিবার তাকে বাড়ীতে নিয়ে আসেন। কিশোরের বাবা মহিদুল ইসলাম বলেন, ছেলেটি নিখোঁজ হওয়ার পর আমি অনেক খুঁজছিলাম, কোথাও পাইনি। শুক্রবার সন্ধায় মোবাইল ফোনের মারফত খবর পেয়ে ছেলে কাওছার ও অপহরণের সাথে জড়িত আসাদকে আটক করা হয়েছে জানতে পারি । অপহৃত কিশোর কাউছার ইসলাম বলে, মাইক্রোবাসে আসাদ ছাড়া আরো তিন জন বোরখা পরিহিত মানুষ ছিলো। এলাকাবাসী জানান, আটককৃত আসাদুজ্জামান আসাদ মাদক মামলার আসামী। এছাড়াও এলাকায় চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ সে সকল ধরনের অপরাধের সাথে জড়িত। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন ঐ শিশুর পরিবার সহ এলাকার মানুষ । কুতুবপুর গ্রামের আয়েশা আকতার শিল্পী সন্ত্রাসী আসাদকে আটক করার খবর পেয়ে থানায় আসেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, গত জুন মাসের ২ তারিখে ডিগ্রীতে পড়ুয়া আমার ছেলে আশিকুর রহমান শুভ নিখোঁজ হয়। এ ঘটনায় আসাদুজ্জমান আসাদ জড়িত থাকতে পারে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করছি। সারিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, আসামীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃত কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।