সান্তাহারে অ্যাম্পুলসহ দুই মাদককারবারী গ্রেফতার

133

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রেলওয়ে জংশন খ্যাত শহর সান্তাহার পৌর শহরের হবির মোড় বাইপাস এলাকা থেকে ১৫৪ পিস অ্যাম্পুলসহ ২ জন মাদককারবারীকে গ্রেফতার করেছে সান্তাহার টাউন ফাঁড়ির পুলি।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে সান্তাহার শহরের হবির মোড় বাইপাস এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকার মৃত ফরিদ শেখের ছেলে রাজন শেখ (২৭) ও নওগাঁ জেলার সদর থানার দোগাছী এলাকার কুদ্দুস মোল্লার ছেলে রাজু মোল্লা (৩২)

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অত্র উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় বাইপাস এলাকাতে সান্তাহার টাউন ফাঁড়ি পুলিশ অভিযান পরিচালনা করে রাজন শেখ ও রাজু মোল্লা নামের দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। এরপর অভিনব কৌশলে তাদের শরীরে টেপ দিয়ে মুড়িয়ে লুকানো অবস্থায় ১৫৪ পিস অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়।

এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বগুড়া এক্সপ্রেসকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হবির মোড় বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ২ জন মাদক ব্যবসায়ীকে ১৫৪ পিস অ্যাম্পুলসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করা হয়েছে।