বগুড়ায় ১২ বস্তা সরকারি বই পাচারকালে এক ব্যবসায়ী গ্রেফতার

167

শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার;

বগুড়ায় ১২ বস্তা সরকারি বই পাচারকালে আইয়ুব আলী(৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
২৯ ডিসেম্বর ( বুধবার) রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে সুন্দরবন কুরিয়া সার্ভিসের সামনে থেকে ১২ বস্তা সরকারি বই সহ আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আইয়ুব আলী কুড়িগ্রাম জেলার রৌমারি থানার শৌলমারী এলাকার মৃত আব্দুল কাদের প্রামানিকের ছেলে।
পুলিশ জানিয়েছে, আইয়ুব আলী প্রতি বছর ঠিকাদারের হয়ে নতুন নতুন বই পাচার করার কাজ করতো।

জানা গেছে, বুধবার রাতে মোকামতলা বন্দরে ১২ বস্তায় ২ হাজার ৪শ’টি সরকারি বই মোকামতলা বন্দরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় জনৈক রতনের নামে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় পুলিশ সংবাদ পেয়ে ওই ১২ বস্তা সরকারি বই জব্দ করে এবং বই পাচার চক্রের সদস্য আইয়ুব আলীকে গ্রেফতার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ সিরাজুল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, এ ঘটনায় আইয়ুব আলী ও রতনসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া আজ বৃহস্পতিবার আইয়ুব আলীকে আদালতে প্রেরণ করা হবে।