দুপচাঁচিয়ায় ইউপি নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

125

দুপচাঁচিয়া (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় ৫ জানুয়ারী পঞ্চমধাপে নির্বাচন বুধবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টা ৩০ ঘটিকায় দুপচাঁচিয়া পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনকে ঘিরে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে নিয়োজিত বাহিনীর সদস্যদেরকে নির্বাচনের আচরণবিধি,নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরোপেক্ষ হওয়ার লক্ষে এক প্রেস বিফিং এর আয়োজন করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলীর সভাপতিত্বে,শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভীর হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বার(সেবা),দুপচাঁচিয়া উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচনে সার্বক্ষনিক দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোঃ মোতাহার হোসেন,এসময় উপস্থিত ছিলেন, দুপচাঁচিয়া ও আদমদিঘীর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার,নাজরান রউফ,ডিআইও-টু মোঃ মোসলেমউদ্দিন ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ কর্মকর্তারা প্রমূখ।
এছাড়াও সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে নিয়োজিত বাহিনীর সদস্যকে আইনানুগ নির্দেশনা প্রদানের জন্য বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো.জিয়াউল হক স্বাক্ষরিত ১৭.০০.০০০০.০৭৯.৪১.০৪৮.২১-৭০২ সম্বর স্মারকে প্রকাশিত প্রজ্ঞাপনে দুপচাঁচিয়া উপজেলার ৫টি ইউনিয়নের পঞ্চমধাপে ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নিয়োগ থাকবে বলে এ তথ্য নিশ্চিত করেন। জেলা প্রশাসনের অফিস আদেশ মোতাবেক দ্বায়িত্ব পালন করবেন,দুপচাঁচিয়া নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মুহা.আবু তাহির,সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত, সহকারী কমিশনার(ভূমি)-নন্দীগ্রাম ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলাম,বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শারমিন সুলতানা এবং বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রেবেকা সুলতানা ডলি ।