গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে ঐতিহাসিক ৭ মার্চ’ পালিত

136

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ‘ঐতিহাসিক ৭ মার্চ’ পালিত হয়েছে।

সোমবার বেলা ১০ টায় প্রতিষ্ঠানের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও চিত্রঅঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী ইমাম ইনোকী।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুলের সভাপতিত্বে অন‍্যান‍্যের মধ্যে উপস্থিত ছিলেন গোহাইল ইউপি সদস্য আব্দুল কুদ্দুস,সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান,প্রভাষক জিনহাত জাহান খানম,প্রভাষক আব্দুস সোবহান,প্রভাষক আমিরুল ইসলাম,প্রভাষক রহেদুল ইসলাম,প্রভাষক শহিদুল ইসলাম,সহকারী শিক্ষক মোহাম্মদ আফজাল হোসেন,আতাউর রহমান,রাম গোপাল দেব নাথ,রবিন্দ্রনাথ শীল,আমিরুল ইসলাম সহ অভিভাবকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্র প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীরা।
প্রধান অতিথি বক্তব্য আলী ইমাম ইনোকী বলেন, ১৯৭১ সালের অগ্নিঝরা ৭ মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের সেই ভাষণ ছিল বাঙালি জাতির মুক্তির মূল মন্ত্র। নিরস্ত্র জাতিকে স্বাধীনতার জন‌্য অস্ত্র হাতে তুলে নিতে উৎসাহ দিয়েছিল বঙ্গবন্ধুর কালজয়ী এই ভাষণ। আমাদের সকলেই বঙ্গবন্ধুর ভাষণ অনুসরণ করা উচিত।