পুনরায় সভাপতি কালাম, সম্পাদক অঞ্জন

কাহালু উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

139

আবু সাইদ হেলাল স্টাফ রিপোর্টার

বগুড়া কাহালু উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার কহিনুর হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলার সভাপতি আলমগীর বাদশা। উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অঞ্জন কুমার প্রাং এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন আল আজাদ। এসময় তিনি বলেন কৃষকরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। তিনি ক্ষমতায় আসার পর কৃষকের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষকের ফসল উৎপাদনের সকল পদ্ধতি সহজলভ্য করে দিয়েছেন। কৃষককে এখন আর সার, বিদ্যুতের জন্য জীবন দিতে হয়না। কৃষকের চাহিদামত সকল পন্য এখন সময় মতো কৃষকের দোরগোড়ায় পৌছে দিচ্ছেন। তিনি বলেন বাংলাদেশের কৃষক এখন ডিজিটাল কৃষকে রৃপান্তরিত হয়েছে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলার সাধারন সম্পাদক মুঞ্জুরুল হক মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কৃষি বিষয়ক সম্পাদক আজমল হোসেন, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক মুনসুর রহমান মুন্নু, সদস্য তৌুহদুল করিম কল্লোল, উপজেলা আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ, সাধারন সম্পাদক আব্দুল মান্নান, জেলা কৃষকলীগের সাংগাঠনিক সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত নেতা আখতারুজ্জামান তুষার। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহ সভাপতি আনোয়ার পারভেজ বাবু, যুগ্ন সম্পাদক বাদল রহমান, শাহীন কাদির জোয়ারদার, সাংগাঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক মাহমুদ খান ডন, পানি ও সেচ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কৃষি ও ফলজ সম্পাদক বকুল আহম্মেদ, ত্রাণ ও পুর্ণবাসন সম্পাদক বকুল মিয়া, জেলার সদস্য বজলুর রহমান বকুল, উপজেলার আব্দুল হান্নান, স্বেচ্ছাসেবকলীগ নেতা খোকন ও ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।