ধুনটে মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহ প্রদান বিষয়ে ইউএনও’র প্রেস ব্রিফিং

100

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩য় পর্যায়ের ২য় স্তরে ধুনট উপজেলার গৃহহীন ও ভূমিহীন ৫০টি পরিবারকে ভূমি ও গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ধুনট উপজেলা প্রসাশনের আয়োজনে বৃহস্পতিবার (২১ই জুলাই) সকাল ১০টার সময় ধুনট উপজেলা পরিষদের হল রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত। প্রেস ব্রিফিং এ তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় এ উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৫০টি পরিবারের মাঝে দুর্যোগ সহনীয় ঘর প্রদান করেন। সমাজে পিছিয়ে পরা জনগোষ্ঠি, প্রতিবন্ধি, বিধবা,স্বামী পরিত্যক্তা নারী ও বৃদ্ধদের ঘর প্রদানে অগ্রধিকার দেওয়া হয়েছে।
উক্ত প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান টিই এম নুরনবী তারিক,পৌরসভার মেয়র এজিএম বাদশা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহাসিন আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পপি রানী পর্দ্দার,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ গোলাম সুবাহান,ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নুরুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলিম,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল্লা আল কাফি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আশাফ আলী,ধুনট প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল আলম, ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম,এ রাশেদ, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শ্রাবণ, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক,নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ সোনিতা নাসরিন রিপন, ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম মাসুদ রানা, গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান বাচ্চু,এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, ধুনট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ ফেরদৌস আলম প্রমুখ।