দুপচাঁচিয়ায় বধ্যভূমি ও গণকবরে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া অনুষ্ঠিত

99

নিজস্ব প্রতিবেদক,দুপচাঁচিয়া(বগুড়া)ঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ডিসেম্বর বুধবার সকালে উপজেলার পদ্মপুকুর ও চৌধুরীবাড়ি বধ্যভূমি এবং মরাগাঙ্গি গণকবরে পুষ্পমাল্য অর্পণ,শ্রদ্ধাঞ্জলি সহ শহীদদের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী, সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, ওসি তদন্ত আব্দুর রশিদ সরকার,এসআই শাহজাহান আলী, এরশাদ আলী সহ পুলিশ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রজমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, আ’লীগ নেতা মহসীন আলী, সোহেল মাহমুদ সূজা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিম, বীরমুক্তিযোদ্ধা বেলাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন সহ মুক্তিযোদ্ধাগণ, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম আশরাফুল আরেফীন, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুলাহ প্রিন্স, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুদেব কুÐু,সাবেক ব্যাংকার আজিজুল হক সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।