দুপচাঁচিয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

85

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
‘স্মাট লাইফস্টোক, স্মাট বাংলাদেশ’ শ্লোগান নিয়ে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) এর সহযোগিতায় ও দুপচাঁচিয়া উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। ২৫ফেব্রæয়ারি শনিবার সকালে প্রাণি সম্পদ দপ্তর চত্বরে এক উদ্বোধনী সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার সাংবাদিক আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক। মুখ্য সমন্বয়কের বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য শামীমা আক্তার মুক্তা, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রেসকাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, সাংবাদিক গোলাম ফারুক, খামারী সেকেন্দার আলী প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ পায়ড়া উড়িয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন এবং প্রদর্শনীর স্টলগুলো ঘুরে দেখেন। বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।