দুপচাঁচিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

63

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রধান অতিথি হিসাবে এ মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে ও কাহালু উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা(চঃদাঃ) মকছেদ আলী প্রামানিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য চাষী শাহীদুর রহমান কয়েন, মাহবুব সাদিক, হ্যাচারী মালিক আবু বক্কর ছিদ্দিক প্রমুখ। পরে মৎস্যচাষে সফলতা অর্জন করায় সফল ৩জন মৎস্য চাষী ও সফল সংগঠন হিসাবে একটি মৎস্যচাষী সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। শেষে উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।