সুস্থ্যধারার সাহিত্য চর্চা সমাজকে কলুষমুক্ত করে, নুরুল এমপি

77

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
সাহিত্য সমাজের দর্পণ। সুস্থ্যধারার সাহিত্য চর্চার মাধ্যমে সমাজকে কলুষমুক্ত করা যায়। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি যারা সাহিত্য মনোযোগী তাদেরকে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার না করে সাহিত্য চর্চার দিকে মনোযোগী হতে হবে। সেই সঙ্গে গুণী লেখকদের বই পড়ার প্রবণতা বৃদ্ধি করতে হবে। তাই বর্তমান সরকার তৃণমুল হতে কবি সাহিত্যিকদের মেধা বিকাশের লক্ষ্যে এ সাহিত্য মেলার আয়োজন করছেন ।২৭শে জুলাই বৃহস্পতিবার সকালে দুপচাঁচিয়ায় দুইদিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার। উপজেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুদেব কুÐুর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোখলেছুর রহমান আকন্দ, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াছমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস, তালোড়া সরকারি শাহএয়তেবারিয়া কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রঞ্জন কুমার পাল প্রমুখ। এ সময় বীরমুক্তিযোদ্ধাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও কবি লেখকগণ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথি বেলুন উড়িয়ে এ সাহিত্য মেলার উদ্বোধন করেন। পরে দুপচাঁচিয়ার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে মুল প্রবন্ধ পাঠ, স্থানীয় কবি-লেখকদের পরিচিতি ও স্বরচিত কবিতা পাঠ, লেখক কর্মশালা, আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাহিত্য মেলায় ১০টি বই এর স্টল অংশ নেয়।