দুপচাঁচিয়া মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০

63

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি,
দুপচাঁচিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০
শুক্রবার ২৮ শে জুলাই দিবাগত রাতে দুপচাঁচিয়া থানার চলমান মাদকবিরোধী অভিযানে দুপচাঁচিয়া থানার বিভিন্ন এলাকা হইতে মাদক বিক্রেতা সহ গ্রেপ্তার করে ১০ জনকে দুপচাঁচিয়া থানা পুলিশ।গ্রেফতারকৃত সকল আসামিরা হলো তালোড়ার বাশোঁপাতা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে রেজাউল করিম (৪৫).দুপচাঁচিয়া থানা সদরের মন্ডলপাড়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৪০).পালি মহেশপুর গ্রামের ছালামত আলী মন্ডল এর ছেলে মিন্টু (৪৩).তালুচ(পূর্বপাড়া) গ্রামের ইয়াসিন আলীর ছেলে ওয়াসিম প্রামানিক (৩৬).চন্দ্রদিঘী গ্রামের তবিবর রহমানের ছেলে রাসেল (২৮).চিশতি জালাল এর ছেলে রিয়াজুল ইসলাম রিফাত(২১).কাহালু (চাঁদপুর) এলাকার মৃত জাহিদুল ইসলামের ছেলে রাশেদ আলী খলিফা(৩৪).তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি বড়িয়া গ্রামের বজির মন্ডলের ছেলে সেকেন্দার মন্ডল(৬০).গ্রেফতারকৃত মাদক বিক্রেতাদের কাছ থেকে নেশা জাতীয় ট্যাবলেট ক্যাপেন্টাল সহ ছোট ছোট গাজার পুড়িয়া জব্দ করে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সালের ৩৬(১)টেবিলে ২১/৪১ধারা অনুযায়ী মামলা রুজু হয়। এছাড়াও জিয়ার -৮৯/২৩ এর ধারায় আসামী বানিয়াদিঘী গ্রামের আইয়ুব আলীর ছেলে মাসুদ পারভেজ(৩০),মামলা এসটি ১৪৪/১৪ জি আর নং-৩২/১৪ সিং এর আসামী মহাকুড়ি গ্রামের ফুলবর আলীর ছেলে মজিদ(২০)।
শনিবার ২৯ শে জুলাই দুপচাঁচিয়া থানার সকল আসামিদেরকে বগুড়া বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।