দুপচাঁচিয়ায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথী উৎসব পালিত

59

উজ্জ্বল চক্রবর্ত্তী শিশির দুপচাাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথী উৎসব পালিত। সনাতন ধর্মাবলম্বীদের আরধ্য ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম শুভ জন্মদিন। বুধবার ৬ সেপ্টেম্বর(২২শে ভাদ্র বাং-) হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুকপক্ষের অষ্টম তিথিতে শ্রীকৃষ্ণ জন্ম গ্রহণ করেন। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্ম তিথী মহোৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে সভাপতি বাবু অসীম কুমার দাস এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী,সহকারী কমিশনার(ভূমি) রুপম দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরীন রুপা,পৌর মেয়র জাহাঙ্গীর আলম,থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান ও সাধারন সম্পাদক এমদাদুল হক ,
,উক্ত অনুষ্ঠানে উপস্হতি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম মহলদার, মহাশ্মশ্বাণ কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু ডিজেন্দ্রনাথ বসাক মন্টু,অশোক সাহা, শিক্ষক সুদেব কুন্ডু,বিনোদ পোদ্দার পবন সহ সকল ভক্তবৃন্দ।
এরপর দুপচাঁচিয়া মহাশ্মশ্বাণ কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ হইতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথীর র‌্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন মন্দির প্রদক্ষিণ শেষে মহাশ্মশ্বাণ কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী গীতাযজ্ঞ,প্রার্থনা ও সন্ধ্যায় শ্রীশ্রী কৃষ্ণ পূঁজার অর্চণার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীরা অনুষ্ঠান পালন করে।
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ,দুপচাঁচিয়া উপজেলা শাখা।