প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক)সুমন রঞ্জন সরকার।

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে মতবিনিময় সভা

46

উজ্জ্বল চক্রবর্তী শিশির দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
“ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করে,সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করি”এই স্লোগান সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধকল্পে দুপচাঁচিয়া থানা পুলিশের আয়োজনে পরিবহন মালিক,পরিবহন শ্রমিক ও স্থানীয় সুধীজনদের সাথে সচেতনামূলক মত বিনিময় সভা মঙ্গলবার ৩রা অক্টোবর সন্ধ্যায় দুপচাঁচিয়া সি ও অফিস বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে।থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও এস আই পলাশ অধিকারী সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক)সুমন রঞ্জন সরকার।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক এমদাদুল হক,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃফঃমঃআবু আব্দুল্লাহ প্রিন্স,উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি পৌর কাউন্সিলর মইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশরাফ আলী,পৌর কাউন্সিলর আকরাম হোসেন,বগুড়া মটর শ্রমিক ইউনিয়ন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী সাকিদার,দুপচাঁচিয়া মৎস্য আড়ৎ সমিতির সাধারণ সম্পাদক আলম হোসেন,কার, মাইক্রো সমিতির কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন,সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি রেজাউল ইসলাম,উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)আব্দুর রশিদ সরকার সহ সকল অফিসার বৃন্দ।
মতবিনিময় সবার শেষে জেলা অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক)সুমন রঞ্জন সরকার, ওসি আবুল কালাম আজাদ সহ স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সঙ্গে নিয়ে দোকানদার,হকার অটোরিকশা ভ্যান, সিএনজি সহ ছোট যানবাহন চালকদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতন মূলক প্রচারণা চালান।