দুপচাঁচিয়ায় নকল সোনার মূর্তির বিক্রি চক্রের ৪ প্রতারক গ্রেফতার

47

উজ্জ্বল চক্রবর্ত্তী শিশির দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় নকল সোনার মূর্তির বিক্রি চক্রের ৪ প্রতারক গ্রেফতার। গত ৩রা অক্টোবর মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া থানার চলমান মাদক,জুয়া,চুরি,ছিনতাই রোধকল্পে একটি আভিযানিক দল দুপচাঁচিয়া থানাধীন জিয়ানগর বাজারে টহলরত অবস্হায় গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারে জিয়ানগর ইউনিয়নের লক্ষীমন্ডপ এলাকায় সোনার মূর্তি বেচাকেনা চলছে,সেই সংবাদের ভিত্তিত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল কালাম আজাদ স্যারকে অবহিত করিলে তার নির্দেশক্রমে থানার চৌকশ এসআই এরশাদ আলী সঙ্গীয় ফোর্স সহ সেখানে উপস্হিত হলে আসামী লক্ষীমন্ডপ এলাকার মৃত-আনছার আলীর ছেলে লুৎফর রহমান
@কিনা(৫৭).টেমা এলাকার তহিরুল ইসলামের স্ত্রী মোসলেমা বিবি মেরিনা(৩৯),পাবনা জেলার আটঘরিয়া থানার খিদিরপুর বংশীপাড়া গ্রামেরমোকছেদ আলীর ছেলেআব্দুল মোমিন(৫১),সুজানগর থানার চলনা গ্রামের হবিবর রহমানের ছেলে দুলাল প্রাং(৫০) কে নকল সোনার মূর্তি বিক্রি করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। বিশেষ করে জিয়ানগর ইউনিয়ন নকল সোনার মূর্তি ও কষ্ঠি পাথরের মূর্তি বিক্রির সুনামধন্য এলাকা বলে দুপচাঁচিয়া থানার এলাকাবাসীর ধারণা।লক্ষীমন্ডপ এলাকা থেকে ৪ প্রতারকের কাছ থেকে ১১৭০ গ্রাম ওজনের নকল সোনার মূর্তি ও কিছু টাকা জব্দ করে আসামীদের বিরুদ্ধে পেনাল কোড আইনে ৪২০/৫১১/৩৪ ধারায় মামলা রুজু করে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলেছে।