33

প্রেসবিজ্ঞপ্তি ঃ- গত ২৯/১১/২০২৩ খ্রি. ২০.৪০ ঘটিকায় দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানাধীন ১নং জয়পুর ইউনিয়নের অর্ন্তগত ঠসারমোড় জামাইপাড়া গ্রামস্থ ধৃত আসামীর বসত বাড়ীর গেটের সামনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২৫ (পঁচিশ) পুড়িয়া হেরোইন সহ আসামী ১। মোছাঃ রেশমা খাতুন(৩১), স্বামী-মোঃ রবিউল হাসান, পিতা-মোঃ শাহজাহান আলী, মাতা-মোছাঃ আজিতন বেগম, সাং-ঠসারমোড় জামাইপাড়া, পোস্ট-মনোহারপুর, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক=১৪,১০০/-(চৌদ্দ হাজার একশত) টাকা। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল, সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আব্দুল হাকিম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ রায়হান কবির, এএসআই (নিঃ) মোঃ সাইদুর রহমান, কং/পারভেজ হোসেন, কং/মোঃ শাহীন ইসলাম, কং/মোঃ চমক মেহেদী, কং/মোঃ ফজলুল রহমান, কং/এস এম মোস্তাক আহমেদ সৈকত, কং/ফজলে রাব্বি এবং নারী কং/সেবিকা রানী এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(ক) একটি মামলা দায়ের করা হয়েছে।