উজ্জল চক্রবর্তী শিশির দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বৈদ্যুতিক তামার তার ও অন্যান্য সরঞ্জামাদি সহ দুইজন গ্রেপ্তার করে। ৩ ডিসেম্বর রবিবার গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ( ওসি)সনাতন চন্দ্র সরকার এর সঠিক দিক নির্দেশনায় থানার সাব- ইন্সপেক্টর এরশাদ আলী সঙ্গীয় ফোর্স সহ নওগাঁ সদর থানাধীন শাহী মসজিদে এলাকা হইতে ২জনকে বৈদ্যুতিক তামার তার ও অন্যান্য সরঞ্জামাদি সহ গ্রেফতার করে। গ্রেফতার কিছু আসামিরা হল আদমদীঘি থানাধীন ছাতিয়ান গ্রামের আব্দুল সামাদের ছেলে শাওন হোসেন(২৮).অপরজন একই গ্রামের বাবলু শেখের ছেলে রাকিব শেখ(২১),উভয়ের জেলায় – বগুড়া। আসামিদের কাছ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ৪ কেজি তামার তার,ট্রান্সফর্মার ব্যবহৃত ১৩ কেজি ৩০০ গ্রাম তামার ব্যারণ,ট্রান্সফর্মার সংযুক্ত তার ১ কেজি ৯০০ গ্রাম উদ্ধার করে। থানা সূত্রে জানা যায় যে,বগুড়া জেলার বিভিন্ন থানায় কৃষকের ফসলি জমিতে পানি সেচের মৌসুমে বৈদ্যুতিক ট্রান্সফরমার,মিটার সংযুক্ত করে বিভিন্ন জমিতে পানি দেওয়া হয়।এইসব জমিতে কিছু অসাধু চোরচক্র ট্রান্সফরমার,মিটার সহ তার বিভিন্ন সময়ে চুরি করে নিয়ে যায়। এইসব চুরি ঠেকাতে থানা পুলিশ বদ্ধপরিকর। ৪ডিসেম্বর গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানা মামলা নং-১৯,রুজু করে বগুড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।